আরাভকে নিয়ে যা বললেন সাবেক আইজিপি বেনজির আহমেদ

আগের সংবাদ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০

পরের সংবাদ

পটুয়াখালীতে জেলা ইমাম পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩ , ৭:৫১ অপরাহ্ণ

পটুয়াখালী জেলা ইমাম পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ১৮ মার্চ শনিবার সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব মাওলানা মো. আবু সঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম মুসলিমপায়ারা বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদেরের সঞ্চালনায় বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইদুল ইসলাম বিপিএম-পিপিএম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাহাবুবুল আলম। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মাওঃ আবু বকর, সাংগঠনিক সম্পাদক মাওঃ ইছারুল্লাহ, মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, সমাজের মানুষ ইমামদেরকে সম্মান, শ্রদ্ধা ও বিশ্বাস করে, তাই সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিমুক্ত সমাজ গড়তে ইমামদের ভূমিকা রাখতে হবে।
সম্মেলনে মাওলানা আবু সাঈদকে সভাপতি ও হাফেজ মাওলানা আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক করে পুনরায় জেলা ইমাম পরিষদের কমিটি গঠিত হয়।