সামাজিক যোগাযোগমাধ্যমে এসে নিজেকে বিয়ের কথা জানিয়েছেন এক তরুণী। পোস্ট করেছেন বিয়ের পোশাকে নিজের আকর্ষণীয় ছবিও। তবে বিষয়টি স্বাভাবিকভাবে নেননি ভক্তরা, জড়িয়েছেন বিতর্কে। এদিকে তরুণীর মোহভঙ্গ হওয়ায় বিয়েটা বোধ হয় টিকছে না। ২৪ ঘণ্টা না পেরোতেই এখন তিনি ডিভোর্স চান।
২৫ বছর বয়সী ওই তরুণীর নাম সোফি মাউরে, যিনি গত ফেব্রুয়ারিতে নিজেকে বিয়ে করেন। এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, তিনি নিজের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিশেষ এ দিনে তিনি নিজের জন্য তৈরি করেছেন বিয়ের কেক, কিনেছেন পোশাক।
এ পোস্টের পর থেকেই বিতর্কে জড়িয়েছেন নেটিজেনরা। কেউ কেউ সোফিকে সমর্থন করলেও অনেকে এ বিয়ের ঘটনাকে ‘মনোযোগ আকর্ষণের’ চেষ্টা বলে অভিহিত করেছেন।