সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন
পটুয়াখালীর বাউফল উপজেলার খ্যাতিমান শিক্ষাপ্রতিষ্ঠান সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী-২০২৩ উদযাপন করা হয়। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
‘বন্ধুত্বের জয়গানে আমরা মুখরিত, বাহাত্তর-বাইশে’র বন্ধনে আবদ্ধ হয়ে আমরা উচ্ছ্বসিত’-এ শ্লোগানকে সামনে রেখে সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়।
সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজ। প্রধান অতিথি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে সহযোদ্ধা হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের কম্পিউটার দিয়েছে, ল্যাপটপ দিয়েছে, এমনকি ট্রেনিংয়ের ব্যবস্থাও করেছে। সুতরাং আমরা শিক্ষার মানোন্নয়নে আরও এগিয়ে যাব। এখন দেখা যাচ্ছে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি ভালো রেজাল্ট করে। ছেলেরা কিছুটা পিছিয়ে পড়ছে। পড়াশোনার ক্ষেত্রে ছেলেদের আরও বেশি মনোযোগী হতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। তিনি বিদ্যালয়ের উন্নয়নের জন্য ৫ লাখ টাকার অনুদান ঘোষণা করেন।
বিশেষ অতিথি ছিলেন- পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সরদার আজমসহ আরো উপস্থিত ছিলেন সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সবুর খান, সাবেক সভাপতি মামুন মৃধা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উদযাপন কমিটির সদস্য সচিব মোশররফ হোসেন, উদযাপন কমিটির সদস্য ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রব গাজী, উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক বি এম আনোয়ার হোসেন, পরিচ্ছন্ন সমাজকর্মী মিজানুর রহমান মৃধা, জিয়াউদ্দিন মাহমুদ, কালকিনির মাইজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-১৯৭২ সাল থেকে ২০২৩ পর্যন্ত শিক্ষার্থীদের অনেকে। সাবেক শিক্ষার্থীরা বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
১৯৯৪ সালের শিক্ষার্থীদের মধ্যে- ঢাকা স্কাইনিউজের সম্পাদক সাংবাদিক আলতাফ হোসেন জাকির (বাঁ থেকে দ্বিতীয় লাল শার্ট নিল ব্লেজার পরিহিত), ইঞ্জিনিয়ার ফিরোজ আলম, অধ্যাপক ইব্রাহিম খলিল, বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শফিকুল ইসলাম, জাকির হোসেন, নাসির হোসেন, আমিনুল ইসলাম, এ কে এম মশিউর রহমান, আমিনুল ইসলাম বাদশা, আব্দুল কুদ্দুস, মাইনুল হাসান, হুমায়ুন কবির, ফজলুল হক, শহীদুল ইসলাম, নাজমুল হাসান, জাহিদ হোসেন, ফারুক হোসেন, মাহবুব আলম আপেল প্রমুখ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল। এ দিনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের স্বনামধন্য ক্লোজআপ তারকা রাজিব, সাবরিনা পড়শী, কৌতুক অভিনেতা আবু হেনা রনি প্রমুখ শিল্পীগণ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রেখসোনা জাহান আইরিন। আয়োজক কমিটির অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সমাপ্ত হয়।