পটুয়াখালী করিম মৃধা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

আগের সংবাদ

‘প্রধানমন্ত্রী আমাকে আঁচ করতেই দেননি’

পরের সংবাদ

নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি আবদুল হামিদের অভিনন্দন

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩ , ৯:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
১৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফোন করে এই অভিনন্দন জানিয়েছেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান।
প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, আবদুল হামিদ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ফোনালাপে তারা পরষ্পর কুশল বিনিময় করেন।
এর আগে সোমবার মনোনয়নপত্র যাচাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। পরে নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
প্রসঙ্গত, বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ ২৩ এপ্রিল শেষ হচ্ছে। তার মেয়াদ শেষ হওয়ার পর সেখানে অধিষ্ঠিত হবেন মো. সাহাবুদ্দিন। সূত্র : বাসস