অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে লেখক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব আবু সাঈদ খানের ৮টি বই। পৃথক কয়েকটি প্রকাশনা বইগুলো প্রকাশ করেছে। বইগুলোর পাঠক চাহিদাও ক্রমেই বাড়ছে।
বইগুলো হলো- বাংলা একাডেমীর স্টলে ‘বঙ্গবন্ধু মুক্তিসংগ্রাম ও বাংলাদেশ রাষ্ট্র’, পাঠক সমাবেশের স্টলে ‘শ্লোগানে শ্লোগানে রাজনীতি’ এবং ‘ধ্বনি প্রতিধ্বনি’ : সমকালীন সমাজ ও রাজনীতি’, বাতিঘরের স্টলে ‘সেনাছাউনিতে মুক্তিসংগ্রাম ও আগরতলা মামলা’, ¯্রাবন প্রকাশনীর স্টলে ‘ফির দেখা একাত্তর’ এবং ‘বলা না বলা : সমকালীন সমাজ ও রাজনীতি’ এবং সাহিত্য বিকাশের স্টলে ‘মুক্তিযুদ্ধে ফরিদপুর ও ‘মুক্তিযুদ্ধেও দলিলপত্র ফরিদপুর’।