ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ

আগের সংবাদ

শান্তি বজায় রাখতে সব ইউনিয়নে আ.লীগ নামছে আজ

পরের সংবাদ

ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা আজ

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩ , ১০:২৬ পূর্বাহ্ণ

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। তৃণমূল পর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের এসব কর্মসূচিকে চূড়ান্ত আন্দোলন গড়ার ভিত্তি হিসেবে দেখছে দলটি। এজন্য নিজ নিজ এলাকা সফর করছেন দলটির কেন্দ্রীয় নেতারা। তাঁরা ওয়ার্ড, গ্রাম আর ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীকে সংগঠিত করার উদ্যোগ নিয়েছেন। যে কোনো মূল্যে এ কর্মসূচি সফল করতে চান তাঁরা। দলের হাইকমান্ড থেকেও রয়েছে কঠোর নির্দেশ।

আজ একযোগে ইউনিয়নের সব ওয়ার্ড থেকে মিছিল বের করে ইউনিয়ন সদরে একত্রিত হবে সবাই। সেখান থেকে শুরু হয়ে ৩ কিলোমিটার পর্যন্ত এই পদযাত্রার নির্দেশ রয়েছে। এর মাধ্যমে পুরো দেশকেই মিছিলের দেশে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি। এতে দলীয় কর্মী আর সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে সরকারবিরোধী এক দফার চূড়ান্ত আন্দোলনে এর প্রভাব বিস্তার করে, গণবিস্ফোরণ সৃষ্টি করে।