কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন
পটুয়াখালীর সদর থানায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-চিত্ত মম বিকশিত হোক, নৃত্যের তালে তালে’-এ প্রতিপাদ্য সামনে রেখে ক্রীড়াপ্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. হুমায়ুন কবির ও ম্যাজিস্ট্রেট নিলয়।
জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। ছাত্র-ছাত্রীদের মাঝে মেলবন্ধন সৃষ্টি করে। একে অন্যের প্রতি সহনশীলতা তৈরি করে।
তিনি বলেন, তুরস্কে ভূম্পিকম্পে হাজার হাজার লোক নিহত হওয়ায় আজ রাষ্ট্রীয়ভাবে শোক দিবস চলছে। আজকের অনুষ্ঠান যেহেতু আগে থেকে নির্ধারিত ছিল সে জন্যেই আসতে হয়েছে। আমরা তুরস্কে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি।
শোক দিবস থাকায় ডিসপ্লেসহ অনেক ইভেন্ট কাট-ছাট করে অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে করার পরামর্শ দেন তিনি।
অভিভাবকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ছাত্রীদেরকে শুধু মেয়ে হিসেবে দেখবেন না, তাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলবেন এটাই আমাদের প্রত্যাশা।
সভাপতির বক্তব্যে স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. শাহজালাল বলেন, আগামী দিনে সঠিক ধারায় ও সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, এ কে এম ইউসুফ মিয়া, ওসমান গণি, সুকান্ত চন্দ্র বালি, মৌসুমী সরকার, নুসরাত জাহান, শারমিন আক্তার, মেহেরুননেসা, সুস্মিতা দাস, সোহেল রানা, সাইফুল ইসলাম, গোপাল চন্দ্র দাস, মো. নাছির উদ্দিন, ইসমাইল হোসেন ও অভিভাবকগণ।