বাউফলে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর রশিদ কিশলয় বিদ্যায়তনের শিক্ষিকা ইসরাত জাহান উর্মি নিহত হয়েছেন।
গত ৮ ফেব্রুয়ারি বুধবার সকালে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি বাউফলে যাওয়ার পথে শৌলায় মোটরসাইকেল থেকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে নেন। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাকেরগঞ্জে সন্ধ্যায় ৭টায় মারা যান উর্মি। নিহতের বয়স (৩৮)।
তার জানাজা নামাজ বৃহস্পতিবার সকাল ১১টায় পিটিআই জামে মসজিদে অনুষ্ঠিত হয়।