শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, পদ্মা সেতু নির্মাণে দক্ষিণাঞ্চলে টেকসই শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক সম্ভাবনা বাস্তবায়ন প্রধানমন্ত্রীর নির্দেশে ২০৪১ সালের আগেই শিল্প সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তরুন উদ্যোক্তাদেরসহ আমাদের সবাইকে সমন্বিত উদ্যোগে শিল্প মন্ত্রণালয়সহ অন্য মন্ত্রণালয় বাস্তবমুখী কর্মপরিকল্পনা প্রণয়নে কাজ করে চলছে। দেশে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে, অন্যদিকে উন্নয়ন বাধাগ্রস্ত করতে মাঠে নেমেছে কারা তা আপনারা জানেন। স্থানীয় পর্যায় সম্ভাব্য উৎপাদনমুখী টেকসই শিল্প, কলকারখানা গড়ে তোলার জন্য সরকারসহ স্থানীয় প্রশাসন-জনপ্রতিনিধিরা সহযগিতা করবে বলে শিল্প মন্ত্রী আশ্বাস দেন।
তিনি রবিবার ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন
(বিসিক) ও জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন অংশীজনের অংশগ্রহনে পদ্মা সেতু কেন্দ্রিক ‘টেকসই শিল্পায়নের উন্নয়ন কর্মপরিকল্পনা’ প্রণয়নের লক্ষ্যে মতবিনিময় সভায় শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী-২ আসনের এমপি সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের এমপি এস এম শাহজাদা, ৩২৯ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, শিল্প ও শক্তি বিভাগ কমিশনের সদস্য (সচিব) আব্দুল বাকী, বিসিক (গ্রেড-১) চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. হাফিজুর রহমান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, কুয়াকাটার মেয়র আনোয়ার হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালী বিসিক মালিক সমিতির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মাসুম বিশ্বাস প্রমুখ।
এর আগে শিল্প মন্ত্রী বিসিক ও জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় ডিসি স্কয়ারে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলন ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধনী করেন। মেলায় ৮০টি স্টল স্থাপন করা হয়েছে।