বিএনপির কাছে মানুষের লাশ গুরুত্বপূর্ণ: ছাত্রলীগ সভাপতি

আগের সংবাদ

ঘন কুয়াশায় নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পরের সংবাদ

পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সভায় বক্তারা

স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় ব্যবসায়ীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

জামাল উদ্দিন আহমাদ

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩ , ৭:৩৬ অপরাহ্ণ

পটুয়াখালীতে বিপুল আনন্দঘন পরিবেশে জেলার ব্যবসায়ীদের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ জানুয়ারী শনিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চেম্বার সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্যা সূর্য্যসেন হলের সাবেক ভিপি অ্যাডভোকেট আফজাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান হাফিজ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভা মেয়র মহিউদ্দিন আহমেদ।

আরো বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খন্দকার সামসুল ইসলাম বাবুল, সহ-সভাপতি মো. মিজানুর রহমান মনির খান, সদস্য মো. নাসির উদ্দিন খান, জহির উদ্দিন হেলাল, মাহফুজা ইসলাম, ইব্রাহিম সাইফুল প্রমুখ।

বিগত সাধারণ সভার প্রতিবেদন উপস্থাপন করেন চেম্বারের অন্যতম পরিচালক মাহমুদ কামাল। ২০২২ সালের চেম্বারের আয়-ব্যয় ও অডিট রিপোর্ট পেশ করেন ক্রেডিট সমবায় সমিতির বিশিষ্ট সংগঠক গৌতম দেবনাথ।

সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় ব্যবসায়ীদের সংগঠন চেম্বারকে ব্যবসায়ীবান্ধব স্মার্ট চেম্বার হিসাবে উন্নীত করতে হবে, কেননা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় ব্যবসায়ীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় আশাতীত ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ব্যবসায়ী মহলসহ সবাইকে এগিয়ে আসতে হবে ।

বার্ষিক সাধারণ সভায় চেম্বারের সহাস্রাধিক সদস্য ব্যবসায়ী উপস্থিত ছিলেন।