পটুয়াখালীতে দু’দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা শুরু

আগের সংবাদ

ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানো নিয়ে ন্যাটোসহ ৫০ দেশের মতবিরোধ

পরের সংবাদ

পটুয়াখালীতে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩ , ৭:১৬ অপরাহ্ণ

পটুয়াখালীতে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে দুই শতাধিক অসহায়, দুঃস্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
২০ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টায় দক্ষিণ সবুজবাগ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের অফিসের সামনে জেলা যুব মহিলা লীগের আহবায়ক তানিয়া খানম মিলা মৃধার সভাপতিত্বে অসহায় দুঃস্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবির, আওয়াম ীলীগ নেতা ফোরকান মাতুব্বর, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি খলিলুর রহমান, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক শাহানাজ পারভীন ছবি, যুগ্ম আহবায়ক সোনিয়া খানম জেমি, যুগ্ম আহবায়ক তাছিনুর, সদস্য শাহিনুর আক্তার, তানিয়া আহমেদ, রিনা, জিনিয়া আক্তার, মুন্নী, নার্গিস, সুমি প্রমুখ। শীত মৌসুমে অসহায়, শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে জেলা যুব মহিলা লীগের আহবায়ক তানিয়া খানম মিলা মৃধা জানান।