আধো বাংলায় যা বললেন ডোনাল্ড লু

আগের সংবাদ

ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পটুয়াখালীতে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন

পরের সংবাদ

আনন্দের কথায় লায়লা-রাব্বির জুটি

বিনোদন রিপোর্ট

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩ , ৬:১৪ অপরাহ্ণ

এই সময়ের সঙ্গীতাঙ্গনের পরিচিত মুখ সুলতানা ইয়াসমিন লায়লা ও কামরুজ্জামান রাব্বি। নতুন বছরে শুরুতেই তারেক আনন্দের কথায় প্রথমবার জুটি হয়ে গানে কণ্ঠ দিলেন তারা।
গানের শিরোনাম ‘তোমারে পাইতাম যদি’।
ইতোমধ্যেই সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। এর সুর ও সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সেলিম রেজা।
গানটির প্রসঙ্গে স্কাইনিউজকে লায়লা বলেন, এর আগে আমাদের দুজনের একসঙ্গে গান প্রকাশ হয়নি। এটিই রাব্বির সঙ্গে আমার প্রথম দ্বৈত গান। আশা করছি গানটি ভালো লাগবে সবার।
কামরুজ্জামান রাব্বি বলেন, সুন্দর কথামালার গান। সুরও হয়েছে মিষ্টি। আশা করছি শ্রোতা হৃদয়ে গেঁথে থাকবে আমাদের নতুন গানটি।
গীতিকবি তারেক আনন্দ বলেন, লায়লা ও রাব্বির গায়কী মাথায় রেখেই গানটি লেখার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদের ‘তোমারে পাইতাম যদি’ ভালো লাগবে।