পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যদেরকে কম্বল দিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দৈনিক পটুয়াখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড.মো. সুলতান আহমেদ মৃধা।
বুধবার (১১ জানুয়ারী) বেলা ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে কম্বল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দৈনিক পটুয়াখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. মো. সুলতান আহমেদ মৃধা। আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবির, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সাবেক সাধারন সম্পাদক জালাল আহমেদ প্রমুখ। পরে প্রেসক্লাবের নিয়মিত সদস্য, প্রাথমিক সদসয ও স্টাফদের সহ মোট ৫১ জনকে দুটি করে ১০২ টি কম্বল প্রদান করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা।
প্রকাশ, জেলা আওয়ামীলীগের নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা ১৭ ডিসেম্বর থেকে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলায় গিয়ে নিজ অর্থায়নে ১০,৫০০ কম্বল দলীয় কর্মীদের সাথে নিয়ে শীতার্ত মানুষের মাঝে প্রদান করেন। এ কম্বল বিতরন অব্যাহত থাকবে বলে জানান তিনি।