প্রতিমন্ত্রী পলকের সহায়তায় সাজেদার ভাগ্য ফিরল

আগের সংবাদ

বাংলাদেশ শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়েছে

পরের সংবাদ

পটুয়াখালীতে অনাড়ম্বর পরিবেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পলিত

আলতাফ হোসেন জাকির

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩ , ৬:২৩ অপরাহ্ণ

ঐতিহাসিক ১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানান।
মঙ্গলবার সকালে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান ও যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ারের নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তাবক অর্পণ করে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
একই সময় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তাবক অর্পণ করে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান জেলা যুবলীগের সভাপতি এ্যাড. মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মোঃ সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক তানভীর হাসান আরিফ, জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহবায়ক তানিয়া খানম মিলা মৃধা, যুগ্ম আহবায়ক শাহানাজ পারভীন ছবি গাজী ও যুগ্ম আহবায়ক সোনিয়া খান জেমিসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুরের মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহজাহান ভুইয়া, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি শাহ জালাল খান, জেলা কৃণক লীগের সভাপতি গাজী আলী হোসেন, সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া সন্ধ্যায় আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনাসভার আয়োজন করা হয়েছে।