৮২ হাজার কর্মী নেবে ইতালি

আগের সংবাদ

পরীমনি অবশেষে ফিরে গেলেন রাজের ঘরে

পরের সংবাদ

পটুয়াখালীতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ : সাইফুল

আলতাফ হোসেন জাকির

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩ , ৭:০৯ অপরাহ্ণ

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে ছাত্রসমাবেশ ও আনন্দমিছিল অনুষ্ঠিত হয়েছে।

৪ জানুয়ারী বুধবার দুপুর ১২টায় শহরের পিডিএসএ ময়দানে জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম।

ছাত্রলীগ সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার সদস্যরা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে চাই। ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যে ধরনের দিক-নির্দেশনা আসবে আমরা তা বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ থাকবো।

সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের সঞ্চালনায় ছাত্রসমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শৈলেন চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, সাংঠনিক সম্পাদক এ্যাড. উজ্জ্বল বোস, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি প্রমুখ।

সমাবেশ শেষে বেলুন ফেস্টুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করেন অতিথিবৃন্দ। পরে একটি বিশাল আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীতে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে কেক কাটেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। এর আগে সকালে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।