নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
ইলিশের প্রজনন মৌসুমে মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত শুক্রবার রাতে। রাত ১২টার পরেই সাগর ও নদীতে মাছ শিকারে নেমে পড়েছেন উপকূলের জেলেরা। তাই ২৯ অক্টোবর থেকে বাজারে আসতে শুরু করেছে বড় আকারের ইলিশ মাছ, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ।
শনিবার সন্ধ্যায় পটুয়াখালী শহরের নিউমার্কেট, নতুন বাজার, সবুজবাগ, পৌরসভা মোড় এলাকা ঘুরে দেখা যায়, বড় আকারের মাছের ডালি নিয়েছে বসেছেন বিক্রেতারা। তবে বিভিন্ন ধরনের তাজা মাছ উঠলেও দাম অনেক বেশি বলে ক্রেতারা জানিয়েছেন।
মাছ বিক্রেতা আলামিন জানান, ২২ দিন মাছ ধরা ও ক্রয়-বিক্রি বন্ধ ছিল। আজ থেকে মাছ ইলিশ মাছসহ অন্যান্য মাছও বিক্রি করছি। মাছের সাইজও অনেক ভালো। ২ কেজি, আড়াই কেজি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে। তবে অনেক দিন মাছ শিকার বন্ধ থাকায় চাহিদা বেশি, তাই দাম চড়া। যা সাধারণ ক্রেতারা হাতের নাগালের বাইরে।
নিউ মার্কেট বাজারের মাছ বিক্রেতা তপন গাজী জানান, বড় বড় মাছ আসছে বাজারে। তবে শতকরা ৯৫ ভাগ ইলিশ মাছের পেটে ডিম পাওয়া যাচ্ছে। নিষেধাজ্ঞার সময় আরও বাড়ানো দরকার বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদী ও সাগরে মাছ ধরা বন্ধ ছিল। এই সময় ইলিশসহ অন্য মাছ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। এছাড়া নভেম্বর থেকে জুলাই পর্যন্ত ৯ মাস পাঙ্গাস মাছের পোনা (৩০ সেন্টিমিটার) ধরায় নিষেধাজ্ঞা থাকে এবং নভেম্বর থেকে জুন পর্যন্ত ৮ মাস জাটকা (২৫ সেন্টিমিটার) ধরা বন্ধ থাকে। এসব কারণে ইলিশ এবং পাঙ্গাসসহ অন্য মাছ যেমন ডিম ছাড়ার সুযোগ পায় পাশাপাশি মাছ বড় হওয়ারও সুযোগ পাচ্ছে।