শিরোপা জিতল নেদারল্যান্ডস

আগের সংবাদ

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতর বিআরটিসি বাস

পরের সংবাদ

পদ্মা সেতুতে দুর্ঘটনা

সিলিন্ডারবোঝাই ভ্যান উল্টে নিহত ২

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২২ , ১১:৫৩ পূর্বাহ্ণ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ২ জন নিহত ও তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- কাউসার ও রাজু। এর মধ্যে কাউসার পিকআপের হেলপার ও রাজু পিকআপের মালিকের ভাই বলে জানা গেছে। পিকআপটি জাজিরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল বলে জানা গেছে।

দুর্ঘটনার পর পদ্মা সেতু দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল আধাঘণ্টা বন্ধ ছিল। পিকআপটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার ১৭ জুলাই রাত সোয়া ১০টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১৪ নম্বর পিলারের অংশে এই দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আসাদুজ্জামান দুজন নিহতের খবর নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় আরও তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে শিশুও রয়েছে।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই বজলুল রহমান জানান, শরীয়তপুর থেকে ঢাকাগামী এলপি গ্যাসবাহী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ১৪ নম্বর পিলারের কাছে উল্টে যায়। এই ঘটনায় মুমূর্ষু অবস্থায় কয়েকজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান, এই ঘটনায় দুজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন কয়েকজন।