রাজাপাকসেকে বিমানবন্দরে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

আগের সংবাদ

বিমানে উঠতে সিঁড়ির ওপর তিনবার হোঁচট খেলেন বাইডেন (ভিডিও)

পরের সংবাদ

বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১০

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২০, ২০২১ , ১১:০১ পূর্বাহ্ণ

বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত ২টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ ইউনিয়নের দশমাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দৃষ্টি পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত ১২ জনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।