সিঙ্গাপুরসহ ৩ দেশে রপ্তানী হচ্ছে মেহেরপুরের বাঁধাকপি

আগের সংবাদ

ইরানি কূটনীতিককে ২০ বছরের কারাদণ্ড দেয়ার তীব্র নিন্দা জানাল তেহরান

পরের সংবাদ

সাতক্ষীরায় ৩ ট্রাক ভারতীয় চাল জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২১ , ২:১০ অপরাহ্ণ

ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে নিয়ে আসা ৩ ট্রাকভর্তি চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে এ চাল আটক করা হয়।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, মিথ্যা ঘোষণা দিয়ে ১ ফেব্রুয়ারি ওই তিন ট্রাক ভারতীয় শ্যামা চাল ভোমরা স্থল বন্দর ইয়ার্ডে প্রবেশ করে। কিন্তু ওই চালের অনুমোদন বাংলাদেশে না থাকায় সেখানেই ছিল।

আমদানিকারক প্রতিষ্ঠান সুলতানপুর বড় বাজারে পলাশ ট্রেডার্স এবং সিএন্ডএফ এজেন্ট মামুন ট্রেডার্স, ভোমরা মোটা চালের অনুমোদন নিয়ে চালগুলো আমদানি করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থলবন্দর এনএসআই অফিস এবং কাস্টমস অফিস যৌথ অভিযান পরিচালনা করে তিনটি ট্রাক চাল জব্দ করা হয়।

অভিযানে ট্রাক তিনটিতে বাংলাদেশে অননুমোদিত ১৪০৭ বস্তা (৮৪৪২০ কেজি) শ্যামা চাল এবং ৪৩ বস্তা (২৫৮০ কেজি) সিদ্ধ চাল উদ্ধার করা হয়। যা বর্তমানে ভোমরা স্থলবন্দর গোডাউন নং ১ এ সিলগালা অবস্থায় সংরক্ষিত রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।