আঞ্চলিক দেশগুলোর ঐক্যের সামনে টিকতে পারবে না ইসরাইল: তুর্কি নেতা

আগের সংবাদ

প্রখ্যাত সৌদি নারী অধিকার কর্মীর প্রায় ৬ বছরের কারাদণ্ড

পরের সংবাদ

আজ মতিঝিলের বাবে রহমতে জানাজা

দেওয়ানবাগের পীর সাহেব ইন্তেকাল করেছেন

শেখ দৌলত আহমাদ

ঢাকা স্কাইনিউজ রিপোর্ট প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২০ , ১:০১ পূর্বাহ্ণ

রাজধানীর মতিঝিলে অবস্থিত দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (মা.আ) পীর সাহেব গতকাল সোমবার ভোর ৬টা ৪৮ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। হৃদরোগজনিত অসুস্থতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দেওয়ানবাগ শরীফের মিডিয়া সেলের কোঅর্ডিনেটর ড. সৈয়দ মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হৃদরোগজনিত সমস্যা নিয়ে শনিবার রাত ১২টায় উত্তরার একটি হাসপাতালে ভর্তি হন দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা দেওয়ানবাগী পীর সাহেব। পরে সেখানে গতকাল ভোরে তিনি ইন্তেকাল করেন।

আজ মঙ্গলবার বাদ জোহর রাজধানীর মতিঝিলের বাবে রহমতে জানাজা শেষে বাবে মদীনা দেওয়ানবাগ শরীফে তাঁর স্ত্রীর কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

দেওয়ানবাগ শরীফের মিডিয়া সেলের কোঅর্ডিনেটর ড. সৈয়দ মেহেদী হাসান আরো বলেন, ‘উনি ৩ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন। তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে।’

সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী পীর সাহেব ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। মা সৈয়দা জোবেদা খাতুন। ৬ ভাই ২ বোনের মধ্যে তিনি সবার ছোট। নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেন।

ফরিদপুরে চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরীর হাতে বায়াত গ্রহণ করেন দেওয়ানবাগী পীর সাহেব। এরপর চন্দ্রপুরী সাহেবের মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন। এর সুবাদে শ্বশুরের কাছ থেকে খিলাফত লাভ করেন।