জিতলে পরমাণু সমঝোতায় ফিরে আসব : বাইডেন; শর্ত ইরানের

আগের সংবাদ

কেকেআরের ঘুরে দাঁড়ানোর পরীক্ষা, নাইট শিবিরে অনুশীলন

পরের সংবাদ

ডাকাতিকালে প্রতিবন্ধী নারীকে বেঁধে ধর্ষণ, ৭ জন গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি

ঢাকা স্কাইনিউজ প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২০ , ১২:৫৪ পূর্বাহ্ণ

ডাকাতিকালে এক প্রতিবন্ধী নারীকে হাত-পা বেঁধে ধর্ষণের ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সকাল থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত বুধবার গভীর রাতে জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর মেয়েটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির মামলা দায়ের করেন। মেয়েটি বর্তমানে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পুলিশ সুপার মো. আব্দুল আজিজ বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।