বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ৯৯ হাজার ছাড়াল

আগের সংবাদ

রোহিঙ্গা সঙ্কটের মূল কারণ সন্ধানের আহ্বান জাতিসংঘের

পরের সংবাদ

মেহেরপুরে চেয়ারম্যানসহ আরও ২৮ জন করোনায় আক্রান্ত

শেখ দৌলত আহমাদ

ঢাকা স্কাই নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৫, ২০২০ , ১০:১১ পূর্বাহ্ণ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তার স্ত্রী ও নার্সসহ আরও ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন।

মেহেরপুর জেলায় এ নিয়ে মোট করোনা আক্রান্ত হলেন ২১৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১৮ জন, মারা গেছেন ৭ জন, ট্রান্সফার্ড হয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন ১৮ জন, বর্তমানে মেহেরপুরে চিকিৎসাধিন আছেন ৭৪ ব্যক্তি।

মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইযুব হোসেন ও তার স্ত্রী সহ ৪, মেহেরপুর সদরে ১৫ ও গাংনী হাসপাতালের সিনিয়ন স্টাফ নার্স ও তার স্বামীসহ ৯ জন নতুন আক্রান্তের রয়েছেন।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন জানান, বিগত ৩ দিনের মোট ৬৮ জনের নুমনা পরীক্ষার ফলাফলে ২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়: