প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩ কোটি টাকা দিল পুঁজিবাজার

আগের সংবাদ

ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকা খোয়া, আটক ৪

পরের সংবাদ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ডিএসইর এক কোটি টাকা দান

ঢাকা স্কাই নিউজ

প্রকাশিত: মে ১১, ২০২০ , ৫:২৫ অপরাহ্ণ

করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এরই মধ্যে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে৷ সরকার সাধারণ ছুটি ঘোষনা করেছে৷ যান চলাচল বন্ধ করার পাশাপাশি জনসাধারণের চলাচল সীমিত করেছে৷ একই সাথে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে লকডাউন ঘোষণা করেছে৷ এতে সাধারণ খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পরেছে৷

এ অবস্থায় ডিএসই সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে রবিবার (১০ মে) কর্মহীন, দুস্থ ও ছিন্নমুল মানুষের সহায়তায় ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান ডিএসইর পরিচালনা পর্ষদের পক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ কোটি টাকার একটি চেক হস্তান্তর করেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার মূখ্য সচিব আহমেদ কায়কাউস অনুদানের এ চেক নেন।

উল্লেখ্য যে, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর আগেও পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহিত সেনা সদস্যেদের পরিবারের কল্যানার্থে, নিমতলীর ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সাহাযার্থে, বাংলাদেশ সেনাবাহীনির পৃষ্টপোষকতায় পরিচালিত প্রয়াস স্কুলের প্রতিবন্ধী শিশুদের কল্যানার্থে অনুদান দেন।