যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত তিন সপ্তাহে প্রায় ২০ মিলিয়ন বা ২ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছেন। এর মধ্যে নির্বাচনী জালিয়াতি ও ষড়যন্ত্রের অভিযোগে গত বৃহস্পতিবার আটলান্টা জেলে আটক হওয়ার পর থেকে ৭১ লাখ ডলার সংগ্রহ করেছেন তিনি। সেদিন আটক হওয়ার ২০ মিনিটের মাথায় জামিনে মুক্ত হন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। খবর বিবিসির
রোববার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প গত তিন সপ্তাহে প্রায় ২০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছেন বলে তার নির্বাচনী প্রচারণার মুখপাত্র শনিবার জানিয়েছেন। সাবেক এই প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণার মুখপাত্রের নাম স্টিভেন চেউং।
আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় শনিবার তিনি বলেছেন, গত বৃহস্পতিবার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় নির্বাচনী জালিয়াতি ও ষড়যন্ত্রের মামলায় জেলে আটক হওয়ার পর থেকে ৭১ লাখ মার্কিন ডলার তুলেছেন ট্রাম্প।
অবশ্য জর্জিয়ায় নির্বাচনী জালিয়াতি ও ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার আনুষ্ঠানিক গ্রেপ্তারের পর এই ঘটনাকে ‘বিচার ব্যবস্থার জন্য উপহাস’ বলে সমালোচনা করেছিলেন ট্রাম্প। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের করা এই মামলাকে তিনি ‘নির্বাচনে হস্তক্ষেপ’ বলেও অভিহিত করেন।