দেশের জন্য হাজার বছর জেলে থাকতে রাজি বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
শুক্রবার দেশটির আত্তক জেলখানায় গিয়েছিলেন ইমরানের আইনজীবী। সেখানে তার সঙ্গে দেখা করে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ইমরানের আইনজীবী জানান, পিটিআই চেয়ারম্যান ভালো আছেন। দেশের জন্য তিনি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তার দাঁড়ি বড় হয়ে যাওয়ায় তাকে রেজার ও একটি আয়না দেওয়া হয়েছে।
২০২২ সালের এপ্রিলে, অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত করা হয় ইমরান খানকে। এর পর তোশাখানা মামলায় গ্রেফতার করা হয় তাকে। এ মামলায় এক লাখ রুপি জরিমানা ও আগামী ৫ বছর রাজনৈতিক কর্মকাণ্ডেও নিষিদ্ধ করা হয়েছে তাকে।