বিয়ে হচ্ছে নারী-পুরুষ দুজনে একত্রে জীবন যাপনের
ধর্মীয় ও সামাজিক বিধিবদ্ধ রেওয়াজ।
*
ধন অপেক্ষা জ্ঞান আহরণ কঠিন
তার চেয়ে কঠিন জ্ঞানের সৃষ্টি।
*
বৈরি প্রকৃতি জীবনকে সহিষ্ণু করে
উদারতা করে উদাস।
*
হৃদয়ের রাজ্য নিঃসীম স্বাধীন
আইনের শাসন মানে না, বাধা-বন্ধনহীন।
*
রূপ কারো ইতিহাসে লেখা নাই
কর্মের গুণে তথা রাজকীয় ঠাঁই।
-জামাল উদ্দিন আহমাদ