পটুয়াখালীতে খাস জমি বন্দোবস্ত করার দাবি
পটুয়াখালীতে চরবাংলা চরের সরকারী খাস জমি বন্দোবস্তো পাওয়ার দাবীতে কৃষক মজুর সংহতির ব্যানারে চর বাংলার ৩২০ ভূমিহীন পরিবারের সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় পটুয়াখালী লঞ্চঘাট চত্বরে মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করর কয়েক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে জালা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ করে ভূমিহীন নারী- পুরুষ সদস্যরা।
পরে জেলা প্রশাসকের কাছে চরবাংলার ভূমিহীন ৩২০ পরিবারে মধ্যে খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবি সম্বলিত একটি স্মারক লিপি পেশ করেন সংহতির নেতৃবৃন্দ।
মানববন্ধন পালনকালে খাস জমি বন্দোবস্ত পাওয়ার দাবিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক- মজুর সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নীলু, সহ-সভাপতি এস এম আমজাদ হোসেন, সদস্য রুবিনা ইয়াসমিন, গলাচিপা উপজেলা শাখা কৃষক-মজুর সংহতির আহবায়ক সিরাজ খান, সদস্য সচিব শাহাবুদ্দিন হাওলাদার, সাকিবুল ইসলাম শাফিন, সালমা বেগম প্রমুখ।
এ সময় কন্দ্রীয় নেতা দেওয়ান আব্দুর রশিদ নীলু বলেন, এক শ্রেণীর প্রভাবশালী ভূমি দস্যু ভূয়া চর্চা ম্যাপ করে খাস জমি দখল করার পায়তারা করছেন। তিনি এ ব্যাপার জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ভূমিহীনদের নামে খাস জমি বন্দোবস্ত দেয়ার দাবি করেন। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে চরবাংলা চরের দুই শতাধিক ভূমিহীন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।