আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট
পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে পটুয়াখালী সরকারী কলেজ ৩-০ গোলে সুবিদখালী সরকারী কলেজকে হরিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
গত রবিবার (১৮ জুন) বিকালে ডিসি স্কয়ার মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ প্রতিযোগিতায় পটুয়াখালী সরকারী কলেজ ৩-০ গোলে সুবিদখালী সরকারী কলেজকে হরিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। চ্যাম্পিয়ন দলের হামিম ২টি ও নোমান ১টি করে গোল করেন।
এ টুর্ণামেন্টে ৫ টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন পটুয়াখালী সরকারী কলেজ দলের হামিম। এ দলের ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন হোসেন। সুবিদখালী সরকারী কলেজ দলের খেলোয়ার সেরা খেলোয়ারের পুরস্কার লাভ করেন।
খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লা সাদীদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক গাজী জাফর ইকবাল, প্রভাষক মনিরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আনম আমিনুল হক মামুন, জেলা ক্রীড়া অফিসার সাফায়েতুল ইসলাম, ধারা ভাষ্যকর মোঃ মাসুম বিল্লাহ, সাবেক ফুটবলার মেহেদী মাসুদ। রেফারী ছিলেন রেজাউল করিম, হাবিবুর রহমান, এ. আলী ও সাইদুল হক আজাদ। এ খেলায় জেলার ৮ টি উপজেলার ৮ টি কলেজ অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন দল বরিশাল বিভাগ পর্যায়ে অংশগ্রহণ করে পটুয়াখালী সরকারী কলেজ দল বিজয় অর্জন করে পটুয়াখালীর গৌরব অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।