সেনাপ্রধানের সঙ্গে কোনো সমস্যা নেই: ইমরান খান

আগের সংবাদ

ওয়াসার এমডি তাকসিমের বিরুদ্ধে মামলার সুপারিশ

পরের সংবাদ

যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে গুলি, নিহত ৩

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৩ , ১২:১০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটির একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। সিএনএন
কানসাস সিটির পুলিশ বিভাগ নিশ্চিত করেছে, ইন্ডিয়ানা অ্যাভের ক্লাইম্যাক্স লাউঞ্জে কমপক্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ জানিয়েছে, রোববার মধ্যরাতে নাইটক্লাবে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেড়টার ঠিক আগে পুলিশ কর্মকর্তারা সেখানে পৌঁছানোর পর বেশ কয়েকজনকে আহত অবস্থায় খুঁজে বের করেন এবং চিকিৎসা হাসপাতালে নেন।
সিএনএন-এর প্রতিবেদন বলছে, নিহতদের মধ্যে একজন নাইট ক্লাবের বাইরে এবং একজন নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন।
এদিকে, কে বা কারা গুলি চালিয়েছে তা জানাতে ২৫ হাজার ডলার পুরষ্কার ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।