আয়ারল্যান্ডকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। চেনা কন্ডিশনে ওই হারের শোধ নিতে চাইবে আইরিশরা। সিরিজে ৩-০ ব্যবধানে জিতলে সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে পারে তারা। সেজন্যই আয়ারল্যান্ড সিরিজটি ইংল্যান্ডের মাটিতে খেলছে।
বাংলাদেশ দলের জন্য তাই ইংল্যান্ডের ভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। বাংলাদেশে প্রচণ্ড গরম হলেও ইংল্যান্ডে এখন শীত। ওই শীতের মধ্যে দু’দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজ জানিয়েছেন, অনুশীলন ভালো হয়েছে।