রাজধানীতে একসঙ্গে ৪ বান্ধবী উধাও

আগের সংবাদ

মালয়েশিয়া ৩ মাসে ১২ হাজার বিদেশিকে ফেরত পাঠিয়েছে

পরের সংবাদ

জুয়ায় বড় অঙ্কের অর্থ গচ্চা নেইমারের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩ , ১২:৩৩ অপরাহ্ণ

সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। পায়ের গোড়ালির চোটের অস্ত্রোপচার করিয়ে মাঠের বাইরে আছেন তিনি। আবার কবে মাঠে ফিরবেন, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। এর মধ্যে নেইমারের টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো।
আবার অনলাইনে জুয়া খেলে ১০ লাখ ইউরো খুইয়েছেন নেইমার। ফুটবলের বাইরে পোকার খেলতে খুব পছন্দ করেন তিনি। অনেকে মনে করেন, ফুটবল ছাড়ার পর পোকার খেলায় ভালো করবেন তিনি।
এমনকি অনলাইনে পোকার খেলার সময়ও ফেসবুকে লাইভে এসেছিলেন নেইমার। খেলা শুরুর ঘণ্টাখানেক পরই ১০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৫ কোটি ৭৬ লাখ টাকা হারের কথা স্বীকার করেন তিনি।
তবে গ্লোবো জানিয়েছে, এটি প্রচারণার কৌশল। কারণ, অনলাইনে জুয়া খেলায় বিখ্যাত ব্যক্তিরাও হারতে পারেন। আর তা সাধারণ মানুষকে বোঝাতেই এই উদ্যোগ নেওয়া হয়।