রাজধানীর বনানী থেকে বিএনপির ৫৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১টার দিকে বনানী থানা পুলিশ ও ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানা গেছে।
দেশের বিভিন্ন জেলার বিএনপির নেতারা বনানী ক্লাবে বৈঠক করছিল। এসময় তাদের গ্রেপ্তার করা হয়
প্রশাসন সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ৫৫ জনকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান ও শ্রীনগরের মমিন আলী ও আব্দুল কুদ্দুস ধীরনসহ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
দলীয় কার্যক্রমকে বেগবান করতে মমিন আলী মুন্সিগঞ্জ ১ আসনের ১৪ ইউনিয়নের স্থানীয় সব প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভাসহ নৈশভোজের সময়ে তাদের আটক করা হয় বলে জানা যায়।