প্রথম ওডিআইতে সফরকারী আয়ারল্যান্ডকে রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সোমবার দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ। ইতোমধ্যেই প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা।
বিশ্ব চ্যাম্পিয়নরা যেখানে হালে পানি পায়নি, আইরিশরা কোন ছার! সিলেটে আজ দ্বিতীয় ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ, এই বিশ্বাসের বিরোধিতা করার সাহস হয়তো আয়ারল্যান্ডও দেখাবে না।
প্রথম ম্যাচে আইরিশদের বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে দুদলের মধ্যে পার্থক্য। এদিকে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আজ (সোমবার) সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার প্রায় সারা দিন বৃষ্টি হয়েছে সিলেটে। বাংলাদেশ দল ছিল বিশ্রামে। তবে বিশ্রামে ছিলেন না তামিম। দল ভালো করলেও রানে নেই এই বাঁ-হাতি ব্যাটার। আয়ারল্যান্ড সিরিজের আগে তিনি জ্বরে ভুগেছেন। প্রথম ওয়ানডেতে লিটন দাস সেট হয়ে স্কোর বড় করতে পারেননি। স্বস্তি মিডল অর্ডার নিয়ে। সাকিব ও হৃদয় দুজনই নড়বড়ে নব্বইয়ের শিকার হন। অভিষেকে হৃদয়ের পারফরম্যান্স দলকে স্বস্তি দিচ্ছে।