পটুয়াখালীতে জেলা ইমাম পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আগের সংবাদ

রাজধানীতে দিনের শুরুতে সামান্য বৃষ্টি

পরের সংবাদ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ১২:৩০ অপরাহ্ণ

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
রোববার সকালে মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস মাদারীপুরের শিবচরের পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় দুমড়ে মুচড়ে যায় বাসটি। সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৪ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনের মৃতু্ হয়। এদিকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর আরও দুই জনের মৃতু্ হয়েছে। এ নিয়ে মোট ২০ জন নিহত হয়।