পটুয়াখালীতে বিতর্ক প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত
পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়। পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ১৮ মার্চ শনিবার সকাল ১১টায় এ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পটুয়াখালী সরকারি গার্লস হাইস্কুল চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয়েছে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।
বির্তকের বিষয় ছিল- কোচিং প্রথা শিক্ষার্থীদের শিক্ষাঙ্গণ বিমুখ করেছে। চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হলো-দলনেতা তাসনিম ফেরদৌস, সায়েমা ইয়াসমিন অবন্তি ও তানিশা তারান্নুম। রানার্সআপ দলের বিতার্কিকরা হলো-দলনেতা ইসরাত জাহান মৌ, জিয়াউল হক রিদন ও নাফিউন নাহার অনি।
অনুষ্ঠানে সৌজন্য বক্তব্য রাখেন পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ। সৌজন্য বক্তব্যে মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, স্কুল ও কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা আমি প্রত্যেক বছর আয়োজন করতে চাই। শুধু টাকা থাকলেই সব অনুষ্ঠানের আয়োজন করা যায় না। আপনাদের মতো কিছু আয়োজকের কারণে আজকে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমি চাই বিতর্ক প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে। শুধুমাত্র পটুয়াখালীতে সীমাবদ্ধ থাকবে, তা নয়। আপনারা যদি আমাকে সাহায্য করেন তবে আমি এ প্রতিযোগিতাকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারব বলে মন্তব্য করেন তিনি।
বিতর্ক প্রতিযোগিতার আয়োজক, শিক্ষার্থী ও অতিথিদের ধন্যবাদ জানান মেয়র মহিউদ্দিন।
পটুয়াখালী জেলার ৬টি স্কুলের মধ্যে ফাইনাল রাউন্ডে ওঠে পটুয়াখালী সরকারি গার্লস হাইস্কুল এবং কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত অর্থ উপদেষ্টা ও পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের আজীবন সদস্য ও সাবেক সভাপতি রাধেশ্যাম দেবনাথ।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব ও কৃষি বিভাগের প্রফেসর ড. আতিকুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা অনুষদের প্রফেসর ড. নুরুল আমিন এবং একই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী প্রফেসর মো. তারিকুল ইসলাম।
অনুষ্ঠান উপস্থাপনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার, ড. আমিনুল ইসলাম টিটু।
সময় নির্ধারণে ছিলেন- মোশরেফা আফরোজ সুমি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-জাবিদুল হক খান ইকবাল ও মুক্তি প্রাঙ্গণের প্রধান সমন্বয়ক খন্দকার ফরহাদ জামান বাদল প্রমুখ।