পটুয়াখালীতে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিএনপি-জামাত অপশক্তির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
১১ মার্চ শনিবার বেলা ১১ টায় লঞ্চঘাট চত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের সভাপতিত্বে বিএনপি-জামাত অপশক্তির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির প্রতিবাদে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ।
শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশিদ, উপ দপ্তর সম্পাদক জি এম জাফর কিরণ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ জালাল খান, জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ সোহেল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহানুর হক, আওয়ামী মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জুয়েল মৃধা ও লোহালিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট কবির হোসেন তালুকদার প্রমুখ।
শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতি মোকাবেলায় আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করবো।
আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তসলিম সিকদার, ধর্ম বিষয়ক সম্পাদক খন্দকার সামসুল ইসলামসহ তিন শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।