ময়মনসিংহে আজ ৭৩ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগের সংবাদ

ইরান ও সৌদি আরবের শত্রুতা থেকে ‘সম্প্রীতি’

পরের সংবাদ

কেবিন না পেয়ে লঞ্চে ছাত্রলীগের হামলা

চরফ্যাশন প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩ , ১১:২৮ পূর্বাহ্ণ

কেবিন না পেয়ে ভোলার চরফ্যাশন-ঢাকাগামী নৌযান এমভি টিপু-১৪ তে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার চরফ্যাশন বেতুয়াবন্দরে এমভি টিপু-১৪ লঞ্চে এই ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
জানা গেছে, চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহাগের নামে টিপু-১৪ লঞ্চে একটি ডাবল কেবিন আগে থেকেই বরাদ্দ দেওয়া হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি ঢাকার উদ্দেশে লঞ্চে উঠলে জানতে পারেন তার নামের কেবিন অন্য এক যাত্রীর নামে বরাদ্দ দেওয়া হয়েছে। এ ব্যাপারে লঞ্চের স্টাফ ও ঘাট শ্রমিক লীগ নেতা নাছিরের নিকট জানতে চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
ওই সময় সভাপতির সঙ্গে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা নাছিরকে মারধর করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

উপজেলা ছাত্রলীগ সভাপতি হেদী হাসান সোহাগ বলেন, ঘাট শ্রমিক নাছির ও এমভি টিপু-১৪ লঞ্চের স্টাফদের দাপটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। আমার সঙ্গে আগত নেতাকর্মীদের ঘাটে নামতে না দিয়ে মাস্টার লঞ্চ ছেড়ে দেয়।