গত ৭ মার্চ মঙ্গলবার পবিত্র শবে বরাত পালিত হয়েছে। মহিমান্বিত এই ভাগ্য রজননীতে ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য মর্যাদায় ‘নফল ইবাদত-বন্দেগীর’ মধ্যদিয়ে মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করে প্রার্থনা করেছেন।
মহান আল্লাহ এ রাতে সৃষ্টিকুুলের জন্য এক বছরের ভাগ্য নির্ধারণ করেন। এ রজনীতে পবিত্র কুরআন নাজিল হওয়ার ঘোষণা হয়। পরে ২৭ রমজান পবিত্র কদরের রাতে কুরআন নাজিল হওয়া শুরু হয়।
হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মহিমান্বিত রজনী। ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগী করবেন। শবে বরাত মুসলমানদের স্মরণ করিয়ে দেয়- পবিত্র রমজান খুব কাছে।