আজ দিবাগত রাতে রাজধানীর মতিঝিলে বাবে মদিনায় দেওয়ানবাগ শরীফে পালিত হবে পবিত্র শবে বরাত। এ উপলক্ষে সারারাতব্যাপী অনুষ্ঠান হবে বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফে।
মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী, আকাশে পুর্ণিমার চাঁদ, আম্বিয়াগণের ধর্মের বেলায়েত লাভকারী, ওলিকূল শিরোমণি, সূফীদের সম্রাট হযরত শাহ দেওয়াবাগী হুজুরের কেন্দ্রীয় রওজা শরীফে প্রথমবারের মতো সারারাতব্যাপী এ অনুষ্ঠান পালিত হবে।
সারাদেশ থেকে সকল আশেকে রাসূল মুক্তিকামি মানুষকে এ অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছে।
পবিত্র অনুষ্ঠানে মুসলিম উম্মার প্রতি দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন- মোহাম্মদী ইসলামের ইমাম ড. এএফএম মঞ্জুর এ খোদা, ইমাম ড. এএফএম ফজল এ খোদা এবং ইমাম ড. এএফএম নূর এ খোদা (মা. আ.)।