খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি, ৭ দিন স্থগিত

আগের সংবাদ

অনেকেই হয়েছেন অঙ্গহানি

পরের সংবাদ

জাহানারা নারী দিবসের ম্যাচ খেলতে পাকিস্তান যাচ্ছেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৩ , ১১:৪২ পূর্বাহ্ণ

নারীদের আইপিএলে ড্রাফটে থাকলেও দল পাননি বাংলাদেশের পেসার জাহানারা আলম। তবে নিরাশ হননি পাকিস্তান থেকে। নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত উমেন্স লিগ এক্সিবিশনে দল পেয়েছেন এ বাংলাদেশ পেসার। তিনি খেলবেন সুপার উইমেন দলে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এ ক্রিকেটার।
জাহানারা যেই দলে খেলবেন সেই দলের নেতৃত্বে থাকবেন পাকিস্তানের নিদা দার। জাহানারার দল সুপার উইমেন ছাড়াও অন্য দলটির নাম অ্যামাজন। পাকিস্তানের সদ্য সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ দলটির নেতৃত্বে রয়েছেন। দু’দল মোট ৩টি ম্যাচ খেলবে। মূলত সমাজে নারীদের প্রতি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র থেকে এ ম্যাচগুলো আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।