দায়িত্ব পেলে সবাইকে সঙ্গে নিয়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করব

আগের সংবাদ

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি, ৭ দিন স্থগিত

পরের সংবাদ

‘কনের ওজনের সমান সোনার বিয়ে’

ঢাকা স্কাইনিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৩ , ৫:৫৬ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক পাকিস্তানি ব্যবসায়ীর মেয়ের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ওই ব্যবসায়ী তার মেয়ের ওজনের সমান সোনা যৌতুক দিয়েছেন।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একটি বিশাল দাঁড়িপাল্লার একপাশে কনেকে তুলে দিয়ে ওপর পাশে স্বর্ণ ওজন করা হচ্ছে!
পাকিস্তান ও ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলতি বছরের শুরুর দিকে এ বিয়ে অনুষ্ঠিত হয়। পাকিস্তানি ওই ধনকুবের সেখানেই ব্যবসা করেন। অবশ্য ব্যবসায়ীর নাম এবং বিয়ের তারিখ জানা যায়নি।
একাধিক সূত্র বলছে, যৌতুক হিসেবে কনের ওজনের সমান অর্থাৎ ৬৯ থেকে ৭০ কেজি সোনা দেওয়া হয়েছে।