নৈতিক স্খলন ও বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এসপি ফারুকী বর্তমানে রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএস-এ দায়িত্বরত।
তার বিরুদ্ধে এক নারীর সঙ্গে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন, পরে সন্তানসম্ভবা ওই নারীকে বিয়ে ও সন্তানকে অস্বীকার এবং ভ্রূণ হত্যার অভিযোগ রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএস-এ দায়িত্বরত ও সাপ্লাই পুলিশ সদর দপ্তরের সাবেক এআইজি মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড, নৈতিক স্খলন, শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপ এবং অসদাচরণের অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তের সময় তিনি পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও এতে উল্লেখ করা হয়।