পঞ্চম স্টেশন হিসেবে চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন। আজ বুধবার সকাল ৮টায় যাত্রীদের জন্য স্টেশনটি উন্মুক্ত করে দেওয়া হয়। মিরপুর-১০ নম্বর স্টেশনের সহকারী ম্যানেজার সামিউল কাদীর এ তথ্য জানিয়েছেন। এর আগে উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী ও উত্তরা স্টোর স্টেশন চালু হলেও জনবহুল এলাকায় এটিই প্রথম।
এদিকে স্টেশনটি চালু হওয়ায় মিরপুরের বাণিজ্যিক এলাকা হিসেবে খ্যাত মিরপুর-১০ নম্বর থেকে যাত্রীরা অনায়াসে মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন। এ স্টেশনের মাধ্যমে আরও বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন বলে প্রত্যাশা করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, মিরপুর-১০ অধিক জনবহুল এলাকা। এখান থেকে আমরা অধিকসংখ্যক যাত্রী পাব। তবে স্টেশন ও মেট্রোরেল ব্যবহারে এ এলাকার মানুষের অভ্যস্ত হতে ১৫ থেকে ২০ দিন সময় লাগবে।