বার্ষিক বিশাল সামরিক মহড়া শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। আজ শুরু হওয়া যৌথ সামরিক মহড়া দেশটির দুই-তৃতীয়াংশ এলাকাজুড়ে শুরু হয়েছে।
রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে গার্ডিয়ান্স অব বেলায়েত স্কাই-১৪০১।
এ বিষয়ে দেশটির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল আমির ফারাজপুর জানিয়েছেন, এরই মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কাজ শেষ হয়েছে। মহড়ায় কল্পিত শত্রুর অবস্থানে হামলার অনুশীলন চালানো হবে বলে জানান তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক এ মহাড়ায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রাডার, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ডিভাইস, কমিউনিকেশন সিস্টেম এবং সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে।
যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ইরানের সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা ডিভিশন এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরানের উত্তর-পশ্চিম, পশ্চিম এবং মধ্যাঞ্চলজুড়ে মহড়া চলছে।