নিজাম উদ্দিন সভাপতি, জুয়েল মৃধা সম্পাদক

আগের সংবাদ

১৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে ২৪ দিনে

পরের সংবাদ

তিন দিনের সফরে ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা স্কাইনিউজ প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ , ১২:০৬ অপরাহ্ণ

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। আজ সোমবার সকাল আটটার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এই সফরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আর্জেন্টিনার মিশন উদ্বোধন করার কথা রয়েছে। ৪৫ বছরের বিরতি শেষে সোমবার বিকেলে রাজধানীর বনানীতে এই মিশন উদ্বোধন হওয়ার কথা।
সান্তিয়াগো ক্যাফিয়েরোর সফরে কৃষি খাতে সহযোগিতাসহ তিনটি বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি সইয়েরও সম্ভাবনা রয়েছে।
কাতার বিশ্বকাপ ফুটবলের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা লাতিন আমেরিকার দেশটির নজর কাড়ে। এরই পরিপ্রেক্ষিতে ঢাকায় পুনরায় মিশন খোলার বিষয়ে গুরুত্ব দেয় আর্জেন্টিনা।