সাকিবের সঙ্গে আমার দ্বন্দ্ব নেই : তামিম

আগের সংবাদ

তিন দিনের সফরে ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

পরের সংবাদ

পটুয়াখালী জেলা মৎস্যজীবী লীগের সম্মেলন

নিজাম উদ্দিন সভাপতি, জুয়েল মৃধা সম্পাদক

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ , ২:২০ অপরাহ্ণ

বিপুল উৎসাহ ও সমাগমের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ পটুয়াখালী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১টায় বড় চৌরাস্তা নাসির ইঞ্জিনিয়ার মাঠে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জি এম আতাউর রহমানের উপস্থাপনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছায়ীদুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সহ-সভাপতি বিভাগীয় প্রধান মোহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন শাহ, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের বন ও পরিবেশ সম্পাদক মাসুদ করিম মিঠু।
সম্মেলনে প্রধান বক্তা কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদারকে সভাপতি, জিয়াউর রহমান জুয়েলকে সাধারন সম্পাদক, ড. শহিদুল ইসলাম বিশ্বাসকে সিনিয়র সহ-সভাপতি, আঃ জব্বার তালুকদারকে সহ-সভাপতি, ফজলুল করিম ফোরকানকে সাংগঠনিক, নুর ইসরাইল তালুকদার হিরোকে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মাস্টারকে ১নং সদস্য ঘোষণা করেন। কমিটির অন্যান্য পদসমূহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয়ের সাথে আলোচনা করে ৪৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়।
সম্মেলনে প্রধান অতিথিসহ বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় লাভে পটুয়াখালীতে মৎস্যজীবী লীগের সংগঠনকে তৃণমূল পর্যায় শক্তিশালী করার আহবান জানান।