এবার ডেকেছে ছাত্রলীগ, পুরো পথে নিরাপত্তা চান ফুলপরী

আগের সংবাদ

সাকিবের সঙ্গে আমার দ্বন্দ্ব নেই : তামিম

পরের সংবাদ

পায়রা বন্দরের সুবিধা নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ

ঢাকা স্কাইনিউজ প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ , ১:১২ অপরাহ্ণ

দেশের প্রথম স্মার্ট সমুদ্রবন্দর ব্যবহার করে এর সুযোগ-সুবিধা নেওয়ার আহ্বান জানিয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষ। আজ রোববার পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রমবিষয়ক মতবিনিময় সভায় বন্দর কর্তৃপক্ষ এ আহ্বান জানায়।
রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম সোহায়েল।
বন্দরের সুযোগ-সুবিধা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন পায়রা বন্দও কর্তৃপক্ষ সদস্য ক্যাপ্টেন জাহিদ হোসেন।
সভায় বক্তারা বলেন, পায়রা বন্দর থেকে একই সঙ্গে সড়ক ও রেলপথে দেশের বিভিন্ন প্রান্তে মালামাল কম খরচে পৌঁছানো সম্ভব। এই বন্দর নির্বিঘ্নে ব্যবহার করে যানজটমুক্ত সেবা পাওয়া সম্ভব। এর ফলে একদিকে ব্যবসায়ীরা লাভবান হতে পারবেন, অন্যদিকে দেশের আর্থসামাজিক ব্যাপক উন্নতি হবে।