পটুয়াখালীতে যথাযথ মর্যাদায় অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে (রাত ১২.০১ মিনিট) জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম পটুয়াখালী পৌরসভা চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ করেন। পওে পর্যায়ক্রমে শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানান, জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত) কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মো. হাফিজুর রহমান, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সহ-সভাপতি এ্যাড. মো. সুলতান আহমেদ মৃধা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার।
এদিকে শহিদ মিনাওে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ আব্দুর রশিদ চুন্নু মিয়ার নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি, পটুয়াখালী প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবদল, মহিলা যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুল, কলেজ, মাদরাসা, কেজি স্কুলসমূহের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। ২১ ফেব্রুয়ারি ১১ টা পর্যন্ত শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদেও প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাজার হাজার শিশু, কিশোর, যুবক ও প্রবীণ।
মহান শহিদ দিবস উদযাপন উপলক্ষে বিকাল ৪ টায় ডিসি স্কয়ারে সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন শেষে ডিসি মঞ্চে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। এছাড়া ভাষা শহিদদের রূহের মাগফেরাত কামনায় মসজিদ, মন্দির ও উপসনালয় সমূহে দোয়া মিলাদ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।