পটুয়াখালীতে মৎস্যজীবী যুব উৎসব

আগের সংবাদ

ঘটনা তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

পরের সংবাদ

১৩ দিন পর নিখোঁজ দুই কলেজছাত্রী উদ্ধার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩ , ৭:৪৭ অপরাহ্ণ

গাইবান্ধা থেকে নিখোঁজের ১৩ দিন পর দুই কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। ১৫ ফেব্রুয়ারি বুধবার রাতে তাদের একজনকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে এবং অপরজনকে ঢাকার আশুলিয়ার জিরানি বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় রিয়েল মণ্ডল হৃদয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দুই ছাত্রীকে গাইবান্ধা থানায় নিয়ে হস্তান্তর করা হয়।
জানা যায়, দুই ছাত্রী নিখোঁজের পর গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে রিফাত জান্নাতকে ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ও ঢাকার আশুলিয়া থানার জিরানি বাজার এলাকা থেকে লাবিবা খাতুনকে উদ্ধার করা হয়। এসময় মামলার আসামি রিয়াল মণ্ডল হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার এসআই ইসলাম মলিতক বলেন, প্রেমের টানে ওই দুই ছাত্রী নিরুদ্দেশ হয়। ৫ দিন ধরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। এসময় রিয়েলকে গ্রেপ্তার করা হয়।