বুধবার ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের বাধনহারা হলে সদর উপজেলা মৎস্য অধিদপ্তর সহযোগিতায় সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে ও এসডিএফ-এর ক্লাস্টার অফিসার গোলাম মোস্তফা গাজীর উপস্থাপনায় মৎস্যজীবী যুবদের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মৎস্য কড়মকর্তা মোঃ মাহফুজুর রহমান, ক্লাস্টারের অগ্রগতি উপস্থাপন করেন এসডিএফ বরিশাল অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. সৈয়দ মো. সোহেল। আরো বক্তব্য রাখেন যুব’র অভিভাবক জাকিয়া বেগম প্রমুখ।
মৎস্যজীবী যুবদের উৎসবে দেড় শতাধিক যুব অংশগ্রহণ করে। এর আগে যুব র্যালি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী উপজেলা ছেলেদের ১০০ ও ২০০ মিটার দৌড়, মেয়েদের মিউজিক্যাল চেয়ার ও বালিশ বদল, পুরুষ অভিভাবকদের ঝুড়িতে বল নিক্ষেপ, হাড়ি ভাঙ্গা, অতিথিদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপসহ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।